লোকবেতার ডেস্ক :
বামনা উপজেলায় গাছ থেকে পরে শাহজাহান হাওলাদার (৬১) নামে এক শ্রমিকের মৃত্যু মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার রামনা ইউনিয়নের পশ্চিম বলইবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত্যু শাহজাহান হাওলাদার পশ্চিম বলইবুনিয়া গ্রামের রজ্জব আলী হাওলাদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, জাফ্রাখালী স্লুইজঘেট সংলগ্ন ওয়াপদার সরকারী একটি গাছের ডাল এলাকার প্রভাবশালী নেতা রত্তন খান অবৈধভাবে কেটে নেওয়ার জন্য শ্রমিক শাহজাহান হাওলাদারকে গাছে উঠান। পরে গাছ থেকে পড়ে ঘটনা স্থলেই শাহজাহান মারা যান।
বামনা থানার অফিসার ইনচার্জ মো. বশিরুল আলম জানান, শাহজাহানের পরিবারের অনাপত্তিতে লাশ ময়না তদন্ত ছাড়াই দাফনের ব্যবস্থা করা হয়েছে।
Leave a Reply