লোকবেতার ডেস্ক : ভোলার লালমোহনে গলায় ফাঁস দিয়ে রাহুল হাওলাদার (২৪) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।
শুক্রবার সকালে পৌরসভার ৮নং ওয়ার্ডের মুসলিমপাড়ায় এ ঘটনা ঘটে।
রাহুল ওই এলাকার হাওলাদার বাড়ির মৃত পিন্টু হাওলাদারের ছেলে। তিনি ঢাকার নারায়ণগঞ্জের তোলারাম কলেজের অনার্সের শিক্ষার্থী ছিলেন।
এ ব্যাপারে লালমোহন থানার ওসি মাকসুদুর রহমান মুরাদ বলেন, দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন রাহুল। বিভিন্ন স্থানে তার চিকিৎসা করিয়েছে তার পরিবার। ঘটনার দিন নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন।
Leave a Reply