লোকবেতার ডেস্ক :
বরগুনার তালতলীতে স্বামীর কাছ থেকে স্বর্ণালঙ্কার ও টাকা নিয়ে উধাও হয়েছে গৃহবধূ।
তালতলীর লাউপাড়া গ্রামের দেলোয়ার হোসেনের কন্যা লামিয়া বেগম স্বামীর সাথে পিত্রালয় থেকে শশুর বাড়ি যাওয়ার পথে তিন ভরি স্বর্ণ, দুই লক্ষ টাকা নিয়ে উধাও হয়। সোমবার বিকেলে উপজেলার লাউপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ওই দিন রাতে স্বামী মন্টু মিয়া তালতলী থানায় অভিযোগ দায়ের করেন।
জানা গেছে, আমতলী পৌরসভা ৯ নং ওয়ার্ডের বাসিন্দা হাসেম ফকিরের পুত্র মন্টু মিয়ার সাথে ২০২০ সালের জানুয়ারি মাসে লামিয়ার বিয়ে হয়।বিয়ের পর থেকেই স্ত্রীর পরকীয়া নিয়ে স্বামীর সাথে বিরোধ চলছিল। তাদের একটি পুত্র সন্তান রয়েছে। মিন্টু তালতলীর জয়ালভাঙ্গা তাপবিদ্যুৎ কোম্পানিতে কাজ করতেন। সেই সুবাদে লামিয়া গত একমাস আগে পিত্রালয় থেকে তালতলীর লাউপাড়া আসেন। স্বামীর বাড়ি যাওয়ার কথা বলে মিন্টুর কাছ থেকে ২ লক্ষ টাকা ও স্বর্ণের দোকানে থাকা তিন ভরি স্বর্ণ নিয়ে অটোরিকশায় সোমবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু বাড়ি পৌঁছার সময় অতিবাহিত হলেও লামিয়া তার সন্তানসহ বাড়িতে পৌঁছেনি। লামিয়ার সাথে থাকা দুটি ফোন নাম্বার বন্ধ রয়েছে।
Leave a Reply