সাইদুল ইসলাম মন্টু, বেতাগী : বেতাগীতে আগুনেপুড়ে দিন মজুর আদম আলী মুন্সির বসতঘর ছাঁই ও দুইজন আহত হয়েছে।
রবিবার ১৩ (ফ্রেরুয়ারি) বিকাল সারে ৪ টায় ব্যাটারী বিস্ফোরণ হয়ে আগুনের সূত্রপাত হয়।
আগুন নিয়ন্ত্রনে আনতে সহায়তা করতে গিয়ে আহত স্থানীয় দুই জনের মধ্যে মো: হাফিজ মুসুল্লি (৩৮) কে বেতাগী হাসপাতালে ভর্তি করা হয় আর চুন্নু মুন্সি (৫০) প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়।
জানা গেছে, উপজেলার হোসনাবাদ ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মুন্সি বাড়ির আদম আলী মুন্সির ঘরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এখানকার সড়ক অপ্রশ্রস্ত হওয়ার কারনে ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে না পারায় দীর্ঘ দের ঘন্টা চেষ্টা চালিয়ে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। অবশ্য বেতাগী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল লতিফ জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করে কিন্ত সেখানকার রাস্তা অপ্রশস্ত হওয়ার কারণে ভ্যানে করে মালামালসহ সেখানে পৌছে গ্রামবাসীদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হণ।
শেষ সম্ভল টকু হারিয়ে পরিবারটি এখন নি:স্ব হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্থ দিন মজুরের আদম আলী মুন্সি বলেন, ‘চেষ্টা করেও কিছুই রক্ষা করতে পারিনি। এখন আমার সব কিছইু শেষ। পথে বসার উপক্রম হয়েছে।
Leave a Reply