লোকবেতার ডেস্ক : চল্লিশ বছর ধরে টাউন ব্রীজের নিচে বসবাস করেও ঘর পায়নি আলেয়া। ভাঙ্গা কোমড় নিয়ে করছেন, মানবেতর জীবন যাপন। হয়েছিলেন ১০ সন্তানের মা। বেচে আছে একমাত্র ছেলে। বাকী সন্তানদের কয়েকজন মারা গেছেন পানিতে ডুবে। কেউ কেউ মরেছে ঠান্ডাজনিত নিউমোনিয়ায়। আলেয়া হচ্ছেন, বরগুনার প্রথম ১২ জন ছিন্নমূলের একজন। শতশত মানুষ ঘর পেলেও আলেয়া রয়েছেন গৃহহীন। তার করুন আর্তনাদ, একটি মাত্র মাথা গোঁজার ঠাই চাই।
Leave a Reply