Blog Details

গুঁড়োদুধ ভেবে কীটনাশক খেয়ে শিশুর মৃত্যু

গুঁড়োদুধ ভেবে কীটনাশক খেয়ে শিশুর মৃত্যু

লোকবেতার ডেস্ক : বরগুনায় গুঁড়োদুধ ভেবে কীটনাশক খেয়ে ঈসা (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার সকালে সদর উপজেলার বালিয়াতলী ইউনিয়নে শশাতলী গ্রামে এ ঘটনা ঘটে।

ঈসা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের ফুল ঢলুয়া গ্রামের ইউনুস হোসেনের ছেলে। 

পরিবার সূত্রে জানা গেছে, দুই দিন আগে মায়ের সঙ্গে শশাতলী গ্রামে নানা মজিদ ফকিরের বাড়িতে বেড়াতে আসে শিশু ঈসা। আজ সকালে নানার ঘরে গিয়ে বাসুডিন কীটনাশক খায়। পরে তাকে সদর হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। চিকিৎসকরা ওয়াশ করার কিছু সময় পরই সে মারা যায়।

ঈসার মামা কবির হোসেন বলেন, দুই দিন আগে ওর মায়ের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে আসে। সে গুঁড়োদুধ ভেবে বাসুডিন খেয়ে ফেলে। তাকে হাসপাতালে আনা পর্যন্ত সুস্থ ছিল। ওয়াশ করার পরই মারা যায়। 

সদর হাসপাতালের চিকিৎসক সুমন বিশ্বাস বলেন, কীটনাশক খাওয়ার পর শিশুটিকে হাসপাতালে আনা হয়। আমরা শিশুটিকে ওয়াশ করি। পরে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

এ বিষয়ে বরগুনা সদর থানার ওসি আলী আহম্মদ বলেন, এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

%d bloggers like this:

developed by:Md Nasir