লোকবেতার ডেস্ক : অসুস্থ ঘোড়া থানায় হাজির হয়ে নিয়েছে চিকিৎসা সেবা। সকল বাধা উপেক্ষা করে গতকাল দুপুরে পটুয়াখালীর বাউফল থানায় ঢুকে পরেছে ঘোড়াটি। বাধা দিয়েও পুলিশ ঘোড়াটিকে ফেরাতে পারেনি পুলিশ। ডিউটি অফিসারের কক্ষের সামনে নিয়ে ঘোড়াটি চোখের পানি ফেলতে থাকে। বাম পা দিয়ে রক্ত ঝড়তে দেখে ডিউটি অফিসার এসআই আশিকুর রহমান হতবিহ্বল হয়ে যান। তিনি থানার ওসি আল মামুনকে জানালে ঘোড়াটির চিকিৎসার ব্যবস্থা করা হয়। প্রাণীসম্পদ বিভাগের চিকিৎসক এসে ক্ষতস্থানে ড্রেসিং করে ব্যথানাশক ইনজেকশন ওষুধ লাগিয়ে দেয়। চিকিৎসার পরে ঘোড়াটি থানা থেকে বের হয়ে যায়। ঘোড়াটির মালিক কে, তা জানা যায়নি।
Leave a Reply