লোকবেতার ডেস্ক : বাংলাদেশের প্রথম কমিউনিটি রেডিও লোকবেতারের ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
২০১১ সালের ২৭ মে লোকবেতারের সম্প্রচার শুরু হয়। শুক্রবার সকাল ১০টায় কেক কেটে লোকবেতারের সম্প্রচার বার্ষিকী পালিত হয়েছে। ১২তম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা করেন, লোকবেতার পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. শাহজাহান, পরিচালক মনির হোসেন কামাল, বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি চিত্তরঞ্জন শীল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল হাফিজ, জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক জয়দেব রায়, জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাহাবুবুল আলম মান্নু, সাংবাদিক শাহ আলী ও আয়লা শ্রোতা ক্লাবের সভাপতি হারুন মুন্সী। অনুষ্ঠানে লোকবেতার পরিচালনা কমিটি, সাংবাদিক, শ্রোতাক্লাবের সদস্য, স্বেচ্ছাসেবকসহ শুভাকাঙ্খিরা উপস্থিত ছিলেন।
Leave a Reply