লোকবেতার ডেস্ক : শিশু ও নারী উন্নয়নে রেডিওতে অনুষ্ঠান তৈরিতে বাংলাদেশ বেতারে কনটেন্ট ডেভেলপমেন্ট ও অনুষ্ঠান পরিকল্পনা বিষয়ক দুদিনব্যাপী কর্মশালা আজ শুরু হয়েছে।
প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেন।
শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) প্রকল্পের আওতায় বাংলাদেশ বেতার এ কর্মশালার আয়োজন করেছে।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বেতারের মহাপরিচালক আহম্মদ কামরুজ্জামান।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বেতারের অনুষ্ঠান বিভাগের উপমহাপরিচালক মো. সালাহ উদ্দিন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. আনছার আলী, বাংলাদেশ বেতারের বার্তা বিভাগের অতিরিক্ত মহাপরিচালক এ এস এম জাহীদ ও বাংলাদেশ বেতারের সিনিয়র প্রকৌশলী মো. তৌহিদুর রহমান।
উক্ত কর্মশালার বাংলাদেশ বেতারের উর্ধতন কর্মকর্তা, আঞ্চলিক পরিচালক, লোকবেতারের পরিচালক মনির হোসেন কামালসহ ১৯টি কমিউনিটি রেডিওর প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন।
Leave a Reply