লোকবেতার ডেস্ক : তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন।
বরগুনা জেলা নির্বাচন কর্মকর্তা দিলীপ কুমার বিষয়টি নিশ্চিত করে বলেন, নির্বাচনী পরিবেশ না থাকায় নির্বাচন কমিশন নির্বাচন স্থগিত করেছে।
এর আগে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ফরাজী ইউনুস নির্বাচন কমিশন বরাবরে লিখিত অভিযোগ করে জানান, আওয়ামীলিগ মনোনীত নৌকার প্রার্থীর কর্মীরা তাকে ও তার সমর্থকদের গণসংযোগ, সভা -সমাবেশ ও প্রচারনায় বাঁধা দিচ্ছে। তার নির্বাচনী অফিস ভাঙচুর সহ তার কর্মীদের উপর হামলা করে আহত করার অভিযোগ করেন।
১২জুন নির্বাচন কমিশন একই কারনে বেতাগী উপজেলার কাজীরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন স্হগিত ঘোষনা করেন। জেলা নির্বাচন কর্মকর্তা দিলীপ কুমার জানায়, গণমাধ্যমে প্রকাশিত এবং গোয়েন্দা সংস্হার রিপোর্টের ভিত্তিত্বে বেতাগীর কাজিরাবাদ ও তালতলী সোনাকাটা ইউনিয়নের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন।
Leave a Reply