লোকবেতার ডেস্ক : করোনা ভাইরাস প্রতিরোধে নলী মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ে করা হয়েছে উঠান বৈঠক। ইউনিসেফের সহযোগিতায় দ্য হাঙ্গার প্রজেক্ট, বিএনএনআরসি ও লোকবেতারের আয়োজনে উঠান বৈঠকটি করা হয়। করোনা ভাইরাসের টিকা গ্রহনে প্রান্তিক জনগোষ্ঠিদের উদ্বুদ্ধ করা, টিকা নেয়ার পরে কোন উপসর্গ দেখা দিলে করনীয়, টিকা নেয়ার পরে সচেতন থাকা, যে কোন অপপ্রচার বা গুজবে কান না দেয়া, বেশি করে পুষ্টিকর খাবার খাওয়া এবং নারী ও শিশুদের প্রতি নির্যাতন রোধে এক সাথে কাজ করা নিয়ে আলোচনা করা হয়। উঠান বৈঠকে আলোচনা করেন, লোকবেতারের অনুষ্ঠান প্রযোজক ফাতিমা আক্তার কাজল।
Leave a Reply