লোকবেতার ডেস্ক : আছিয়া-এন্তাজ ফাউন্ডেশনের পক্ষ থেকে আজ ৩৭ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। বরগুনা পৌরসভা মিলনায়তনে আয়োজিত শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বরগুনা পৌরসভার মেয়র অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ। বিশেষ অতিথি ছিলেন, দুমকী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক আ.ক.ম মোস্তফা জামান। সভাপতিত্ব করেন, আছিয়া-এন্তাজ ফাউন্ডেশনের কেন্দ্রীয় সভাপতি ড. খলিলুর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন , আছিয়া-এন্তাজ ফাউন্ডেশন- বরগুনা জেলার সভাপতি ডা. আজমিরি বেগম। অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট সঞ্জীব দাস, সাবেক সভাপতি চিত্তরঞ্জন শীল, লোকবেতারের পরিচালক মনির হোসেন কামাল, বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সোহেল হাফিজ, এভারগ্রীন স্কুলের অধ্যক্ষ আলহাজ¦ আবদুল জব্বার আকন ও বুড়িরচর এএমজি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহেলী পারভীন ছবি।
Leave a Reply